প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
ডায়ালসিলেট ::বিশ্বনাথে ভারতীয় মদের চালানসহ পুলিশের হাতে ধরা পড়েছে এক মাদক কারবারি।এসময় জব্দ করা হয় মাদকদ্রব্য বহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও নৌকা এবং গ্রেফতার করা হয় অটোরিকশার চালককেও। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে মাদক কারবারি সোহেল মিয়া (৩৫) ও একই গ্রামের সিএনজি অটোরিকশা চালক ও মৃত আলী আকবরের ছেলে আনহার আলী (২৭)। জব্দকৃত চালানে ২৮৫ বোতল ভারতীয় তৈরী বিভিন্ন ধরণের মদ রয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশে উপজেলার লামাকাজী আতাপুর গ্রামের সুরমা নদীর তীরে অভিযান চালায় পুলিশ। এসময় নৌকা ও সিএনজি অটোরিকশা থেকে ২১৮ বোতল অফিসার চয়েজ, ২২ বোতল মেকডুয়েল ও ৪৫ বোতল এসিব্লাক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মাদক কারবারি সোহেল মিয়া ও অটোরিকশার চালক আনহার আলীকে। মাদকের চালান উদ্ধার দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech