ভারত-শ্রীলঙ্কার সঙ্গে যুব ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

ভারত-শ্রীলঙ্কার সঙ্গে যুব ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক::অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করে প্রথম বিশ্ব আসরে শ্রেষ্ঠত্বের স্বাদ পায় বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারি-ফ্রেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। শিরোপা ধরে রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। আগামী মাসের শুরুতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চারদিনের ম্যাচ খেলবে টাইগার যুবারা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই হবে বাংলাদেশের যুবাদের প্রথম সিরিজ। এই সিরিজের পরও ব্যস্ততা থাকবে। নভেম্বরে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ভারতে এবং ভারতের বাইরে যুব ক্রিকেটারদের সিরিজ খেলানোর পরিকল্পনা রয়েছে। করোনা মহামারিতে পরিকল্পনা সময় মতো বাস্তবায়ন সম্ভব হয়নি।’ বাংলাদেশ যুব দলকে শক্তিশালী মনে করছে বিসিসিআই। ভারতকে হারিয়েই যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। বিসিসিআইয়ের শীর্ষ কর্তা আরো বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে খুবই শক্তিশালী। আমরা মনে করি এই টুর্নামেন্ট (ত্রিদেশীয় সিরিজ) ক্রিকেটার নির্বাচনে সহায়ক ভূমিকা রাখবে।’

ডায়ালসিলেট এম/

0Shares