কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা, বাড়ছে উদ্বেগ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক:;আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ জন্য পররাষ্ট্র দফতর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতার জারি করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে এটি সম্ভবত সন্ত্রাসী হামলা হতে পারে।

পররাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য। যদি ওই এলাকায় কেউ থাকে, তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থিদের সঙ্গে আইএসের সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছেন। এ সতর্কতার

বিবিসির খবরে বলা হয়েছে, কমান্ডাররা বিমানবন্দরের চারপাশে বিশাল আকারে জরো হতে থাকায় আত্মঘাতী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নতুন পরামর্শের ফলে ব্রিটিশ উদ্ধার অভিযানের বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেও খবরে জানানো হয়েছে।
ডায়ালসিলেট এম/.

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ