প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক:;সিলেটে উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সকাল থেকে জালালাবাদ গ্যাস নগরীর বালুচর নয়াবাজার এলাকায় এ অভিযান শুরু করে।অভিযানের শুরুতেই বালুচর নয়াবাজার এলাকার তিনতলা একটি ভবন ভাঙ্গার কাজ শুরু করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বেশ কিছু শ্রমিক লাগিয়ে শুরু হয় ভবন ভাঙ্গার কাজ। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ওই ভবন ছাড়াও বালুচর এলাকার আরো কয়েকটি ভবন ভাঙ্গা হবে বলে জালালাবাদ গ্যাস সূত্র জানিয়েছে। ওই ভবনগুলোও অবৈধভাবে গ্যাসের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর বা লাইনের ১০ ফুটের মধ্যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech