শিল্পা শেঠির কড়া শর্ত

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

শিল্পা শেঠির কড়া শর্ত

বিনোদন ডেস্ক::পর্ন ফিল্ম কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারির পর বেশ কিছুদিন রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এ বিচারক হিসেবে শিল্পা শেঠিকে দেখা যায়নি। তবে বিরতির পর শোয়ে কামব্যাক করেছেন অভিনেত্রী। আর ক্যামব্যাক করার জন্য কড়া শর্ত রেখেছেন তিনি। শোয়ের প্রযোজকদের শিল্পা সাফ জানিয়ে দিয়েছেন, বিতর্কিত কোনও প্রশ্ন তাকে শো চলাকালীন করা যাবে না। এমনকী এই সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আবেগের সুড়সুড়িও দেওয়া যাবে না। যদিও নিজের কামব্যাক এপিসোডে কেঁদে ফেলেছিলেন। সেই এপিসোডে খুদে এক প্রতিযোগী ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ হিসেবে মঞ্চে পারফর্ম করেছিল। যা দেখে চোখের জল ফেলেন শিল্পা। বলে ওঠেন, স্বামী না থাকলেও মেয়েদের লড়াই করে যেতে হয়। সন্তানদের জন্য তাকে প্রতিকূল পরিস্থিতির সামনে রুখে দাঁড়াতে হয়। চলতি বছরের ১৯ জুলাই শিল্পার জীবনের গতিপথ পুরোপুরি পালটে যায়। পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। তারপর বেশ কিছুদিন পুলিশি হেফাজতে ছিলেন তিনি। পরে তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়। চলতি মাসেই রাজ কুন্দ্রাকে অন্তর্বর্তী জামিন দেয় বম্বে হাইকোর্ট। রাজের জামিনের পরই রিয়ালিটি শোয়ে কামব্যাক করেন শিল্পা। ফের দুই বিচারক অনুরাগ বসু ও গীতা কাপুরের পাশে তাকে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হয়েছেন অভিনেত্রী। নানা বার্তার মাধ্যমে অনুরাগীদের নিজের মনের অবস্থা বুঝিয়ে দেন।

ডায়ালসিলেট এম/

0Shares