প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
ডায়ালসিলেট ::সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এরমধ্যে আটজন সিলেট জেলার এবং দু’জন সুনামগঞ্জের বাসিন্দা। নতুন করে করোনা আক্রান্ত ১৮৮ জনের মধ্যে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজার জেলার ২৮ জন রয়েছেন। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৪০ করোনা আক্রান্ত হয়েছেন।এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৭ জনের। শুক্রবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেটে ৭৫৭, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজার জেলার ৭০ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরো ৯২ জন মারা গেছেন।সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২২৪ জন। এ পর্যন্ত বিভাগটিতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৮৯ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫৯ জন। এর মধ্যে সিলেটে ২৯২, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৭ ও মৌলভীবাজার জেলায় ১৭ জন রয়েছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech