মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন

ডায়ালসিলেট ডেস্ক;: হবিগঞ্জের মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (২৯ আগস্ট) সকাল থেকে উপজেলার বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে করাতকল চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করাত-কল লাইসেন্স বিধিমালা,২০১২ এর আওতায় একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে প্রদান করা হয় । পাশাপশি ৬টি করাতকলের কার্যক্রম বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় তাকে সহযোগিতা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, বন বিভাগের কর্মকর্তা কর্মচারি ও মাধবপুর থানার পুলিশের একটি টিম।

শেখ মঈনুল ইসলাম মঈন জানান, সংরক্ষিত এলাকায় অবৈধ করাতকল বিষয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়।

ডায়ালসিলেট এম/

0Shares