প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেট, ঢাকা ও চট্টগ্রামের ২০০ শিক্ষার্থীকে ইংলিশ ভাষা শিক্ষা দেবে মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের নতুন কোর্সের জন্য বাংলাদেশের এই ২০০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
সিলেট, ঢাকা ও চট্টগ্রামের স্থানীয় মাদ্রাসা, সরকারি ও কারিগরি স্কুলের ১০০ জন তরুণী ও ১০০ জন তরুণ শিক্ষার্থীকে এ কোর্সের জন্য নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ কর্মসূচির দুই বছরের অংশগ্রহণমূলক কোর্সে আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ১৩-১৭ বছরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষা, আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জ্ঞান, বিশ্লেষণী চিন্তা করার সামর্থ্য ও নেতৃত্বদানের দক্ষতা বাড়ানো হয়।
মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার নির্বাচিত ২০০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অ্যাক্সেস প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ বন্ধুত্ব গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা আপনাদের তারুণ্য দিয়ে আগামী ৫০ বছরের জন্য এগিয়ে যাওয়ার যে পথ রচনা করবেন অন্যরা সেটা অনুসরণ করবে।’
২০০৪ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এই কোর্স সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত বিশ্বের ৮৫টি দেশের এক লাখেরও বেশি শিক্ষার্থী এই কোর্স সম্পন্ন করেছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech