বিনোদন ডেস্ক:;সবকিছুই স্বাভাবিক ছিল। সংসার এবং ব্যবসায়িক জীবনেও বেশ সুখী ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। বলিউডে ক্যারিয়ারের পর সংসার ও ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন। স্বামী রাজ কুন্দ্রার কিছু অংশের ব্যবসা সামলাচ্ছিলেন। ভালো চলছিলো তাদের দাম্পত্য জীবনও। কিন্তু হঠাৎই যেন ঝড় এলো। ভেঙে চুরে দিয়ে গেল শিল্পার জীবন। ১৯শে জুলাইয়ের আগে বোধহয় শিল্পা কল্পনাও করতে পারেননি তার জীবনটা এতটাই বদলে যাবে।কারণ এদিনই পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত হয়েছেন শিল্পাও। এবার জানা গেল তার সুখের সংসারেও নাকি চিড় ধরেছে। বি-টাউনে কানাঘুষা রাজের বাড়ি ছাড়ার নাকি সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করেছেন বিচ্ছেদ নিয়েও। বাড়ি ছাড়ার পর বিচ্ছেদের পথেই হাঁটতে চাইছেন শিল্পা। কারণ রাজ কুন্দ্রার কারণে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। পারিবারিক ও সামাজিক জীবনে ব্যাপক রদবদল এসেছে তার। যেখানেই যাচ্ছেন মানুষ বাঁকা নজরে তাকাচ্ছেন। এ কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর থেকেই নিজেকে লাইম লাইট থেকে সরিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। বার বার মিডিয়ার কাছে অনুরোধও করেন তার প্রাইভেসি নষ্ট না করতে। এ নিয়ে তিনি মিডিয়ার কাছে আবেদনও জানান। ওই সময়েই মুক্তি পেয়েছিল শিল্পার ছবি ‘হাঙ্গামা টু’। ছবির প্রচারে দেখা যায়নি অভিনেত্রীকে। সেই সময় সুপার ডান্স চাপ্টার ৪-এর বিচারকের আসন থেকেও নিজেকে সরিয়ে নেন শিল্পা। অভিযোগের আঙ্গুল ওঠে তার দিকেও। এক কথায় রাজের গ্রেপ্তারি শিল্পার পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই বেশ প্রভাব ফেলেছে। সম্প্রতি শিল্পা ঘনিষ্ঠ এক বন্ধুকে জানিয়েছেন যে, রাজের এভাবে রোজগারের কথা কিছুই জানতেন না শিল্পা। এমনকি এই পুরো ঘটনায় তিনি ভীষণভাবে আহত। শোনা যাচ্ছে, শিল্পা রাজের টাকা-পয়সা কোনো কিছুই চান না। বরং নিজের দুই সন্তানকে নিয়ে নাকি আলাদা থাকার কথাই ভাবছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের পরিচালকদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন শিল্পা। শোনা যাচ্ছে পরিচালক অনুরাগ বসু ও প্রিয়দর্শন তাকে ছবির জন্য প্রস্তাবও দিয়েছেন। তবে শিল্পার তরফে এই বিষয়ে কোনো পাকাপাকি খবর পাওয়া যায়নি।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *