কোভিড হাসপাতালে রোগীদের যৌনমিলন

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

কোভিড হাসপাতালে রোগীদের যৌনমিলন

ডায়ালসিলেট ডেস্ক :: থাইল্যান্ডের একটি কোভিড হাসপাতালে মাদক সেবন করার অভিযোগ উঠেছে রোগীদের বিরুদ্ধে। বেশ কয়েকজন রোগী যৌনমিলন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এসব খবরে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। তদন্ত করে দেখার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্বাস্থ্য কর্মকর্তাদের। খবর দ্যা স্টারের।

আপাতত হাসপাতালের পুরুষ ও নারী রোগীদের আলাদা আলাদা ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে দেখা করতে না পারেন, তার জন্য অতিরিক্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে হাসপাতালের মধ্যে।

থাইল্যান্ডের সমুত প্রকন প্রদেশে এক কোভিড হাসপাতালে এ ঘটনা ঘটেছে। সেখানে হাজারের বেশি রোগী ভর্তি রয়েছেন।

অভিযোগ পেয়ে স্বাস্থ্য কর্মকর্তারা গিয়ে তদন্ত করে অবশ্য মাদক খুঁজে পাননি। যদিও থাইল্যান্ডে নিষিদ্ধ এমন ২৩ প্যাকেট সিগারেট তারা পেয়েছেন।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নারী ওয়ার্ডের রোগীরা রাতে পুরুষদের ওয়ার্ডে যাচ্ছেন। বেশ কিছু জায়গায় অনেককে জটলা করতেও দেখা গেছে। কিন্তু হাসপাতালের কোনো কর্মী তাদের বাধা দেননি।

সিসিটিভি দেখে অবশ্য রোগীদের চিহ্নিত করা যায়নি। এ ঘটনার পেছনে হাসপাতালের কর্মীরা যুক্ত কিনা তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ