প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ২৪ ঘন্টায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা ৬ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯০৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৯.৭৯ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৮.৭০ শতাংশ, সুনামগঞ্জে ৭.৫০ শতাংশ, হবিগঞ্জে ২৬ শতাংশ এবং মৌলভীবাজারে ১৭.৬৫ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে ৬৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজার জেলার ১৫ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৯০০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫১১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৮৩৭ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার জেলার হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৭২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৪ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৫৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৭৩ জন ও মৌলভীবাজার জেলার ৮৫ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৫ হাজার ১২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ৮০০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৪৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৯৬ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ২৮৫ জন সুস্থ হয়েছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech