শিরোনামে কোয়েল

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

শিরোনামে কোয়েল

বিনোদন ডেস্ক::নীল রঙের টি শার্ট, জিনস, উঁচু করে বাঁধা চুল, চোখে কাজল। সাজগোজ করে বসে রয়েছেন কোয়েল মল্লিক। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর কোলে বসে রয়েছে একটি হনুমান! কোয়েলের ইনস্টাগ্রামে চোখ রাখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। গতকাল একটি স্টোরি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে, একটি হনুমান তার কোলে বসে রয়েছে। কোয়েল লিখেছেন, খুবই ভয় পেয়েছিলাম। কিন্তু জোর করে হাসছিলাম। ২০১৮ সালে বালিতে গিয়ে এই ছবি তুলেছিলেন কোয়েল। আর এ ভিডিওটি ২০২১-এ কোয়েলকে নতুন করে শিরোনামে নিয়ে এসেছে।

ডায়ালসিলেট এম/

0Shares