প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সরকারের নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে আগামী ৭, ৮, ৯ সেপ্টেম্বর থেকে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’র ২য় ডোজ টিকা প্রদান করা হবে
সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন চলবে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’র এই কার্যক্রম।
রোববার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে যারা মর্ডানার ১ম ডোজ গ্রহন করেছিলেন, স্ব স্ব কেন্দ্রে একই তারিখে টিকার ২য় ডোজ গ্রহন করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭, ৮ ও ৯ আগষ্ট তারিখে যারা যে কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে মর্ডানার ১ম ডোজ গ্রহন করেছিলেন তারা ১ম ডোজের তারিখের সাথে মিল রেখে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর তারিখে স্ব স্ব কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ টিকা গ্রহন করবেন।
টিকা গ্রহন করতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেয়া টিকার আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। কোন অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার ১ম ডোজ দিতে পারবেন না।
প্রসঙ্গত, ৭, ৮ ও ৯ আগষ্ট ২০২১ খ্রি. তারিখে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর প্রধম ধাপের টিকা প্রদান করা হয়েছিল।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech