ডায়ালসিলেট ডেস্ক :: করোনায় সংক্রমণের হার কমলেও চট্টগ্রামে মৃত্যুহার বাড়ছে । চলতি মাসের ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৪ জন করে মৃত্যুবরণ করেছেন।

গত ৬ দিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বিভিন্ন উপজেলার এবং ৮ জন নগর এলাকার বাসিন্দা। মানুষের মধ্যে অসচেতনতা বৃদ্ধির কারণে মৃত্যুহার বাড়ছে বলে মত স্বাস্থ্য সংশ্লিষ্টদের। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুবরণ করেছেন ৫ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫২টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫০ জন মহানগর এলাকার এবং ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১২১ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭০২ জন মহানগর এলাকায় এবং ২৭ হাজার ৪১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *