লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের ৩য় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় উন্নয়ন বিরোধী মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে বুধবার সকালে কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জুড়ি উপজেলার ৬৫টি সংগঠনের প্রায় ৪ হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেছে।

মানববন্ধন চলাকালে বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জুড়ি উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমনসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় বক্তরা বলেন লাঠিটিলা বনকে দখলমুক্ত করতে ও বন্যপ্রানিদের রক্ষায় বনমন্ত্রণালয় দেশের ৩য় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্টার প্ররিকল্পনা গ্রহণ করেছে। ৯৮০ কোটি টাকা ব্যায়ে জুড়ী লাঠিটিলা বনে এ পার্ক স্থাপন করা হবে। কিন্তু সম্প্রতি কিছু উন্নয়ন বিরোধী মহল এ সাফারি পার্ক প্রতিষ্টার বিরোধীতা ও অপপ্রচার করায় এর প্রতিবাদ জানান বক্তারা।

লাঠিটিলা বনে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্টার পরিকল্পনা বাস্থবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন এবং অপপ্রচার বন্ধের  দাবী জানানো হয় মানববন্ধনে।

0Shares