ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

ডায়ালসিলেট ডেস্ক::ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন মারাত্মক আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহা সড়কের ইলাশপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি হয়।

জানা যায়, রবিবার ভোর পৌনে ৫টার দিকে সিলেটগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০/৭৪২৮) একই দিকে যাওয়া শাহ সিমেন্টের একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ ১১-৫২৯৬)কে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার বিগ্রেডের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকের সামনের অংশ কেটে  মারাত্মক আহত অবস্থায় চালক ও সহকারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত ট্রাক চালক মজিদ মিয়ার (৩০) বাড়ি সিলেটর গোয়াইনঘাট ও চালক সহকারী ময়না মিয়ার (২৮) বাড়ি জকিগঞ্জ উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি নবীন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি আমাদের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ