নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক :: টাঙ্গাইলের মির্জাপুরে সেতু থেকে লাফিয়ে লৌহজং নদীতে গোসল করতে গিয়ে মো. শান্ত খান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার রাজাপুর সেতুর কাছে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।

উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের শফিনুরের ছেলে।

জানা গেছে, বিকালে শান্ত খান তার সহপাঠীদের সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের চররাজাপুর সেতুর কাছে গোসল করতে যায়। একপর্যায়ে সব বন্ধু মিলে সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে গোসল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে শান্ত খান সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এমন দৃশ্য দেখে অন্য বন্ধুরা সেতু থেকে লাফ না দিয়ে নদীর ভাটিতে তাকে খুঁজতে থাকে।

পরে স্বজনদের জানালে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের এক দল ডুবুরি গিয়ে বিকালে ওই কিশোরের লাশ উদ্ধার করে।

উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি শান্ত খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ