ডায়ালসিলেট ডেস্ক :: লক্ষ্মীপুরের রায়পুরে তেল কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন পেট্রলপাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় একটি এবং পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় দুটি পেট্রলপাম্পে আদালত পরিচালনা করে।

এ সময় আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আনিসুর রহমান ও রায়পুর থানা পুলিশ।

জরিমানা করা তেলের পাম্পগুলো হলো— রায়পুর বাসটার্মিনাল এলাকায় হাজি আলী আকবর ও পাটোয়ারী ফিলিং স্টেশন এবং বাসাবাড়িবাজার এলাকায় রৌশন আরা ফিলিং স্টেশন।

ইউএনও সাবরীন চৌধুরী বলেন, ২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তিনটি পেট্রলপাম্পকে পৃথক মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *