প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গে সোমবার (১৩ সেপ্টেম্বর) করোনা সংক্রমণ অনেকটাই কমেছিল। ওই দিন করোনা শনাক্ত হয় ৫০৩ জনের। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংক্রমণ আবার বেড়ে গেছে।
সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়, এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২০০ জনের। শুধু দৈনিক শনাক্তের সংখ্যা নয়, বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক শনাক্ত ও মৃত্যুর হিসেবে পশ্চিমবঙ্গের প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপর কলকাতার। রাজ্যে সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ১১৭ জন।
এদিন রাজ্যে ৩৫ হাজার ৯৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। আর সুস্থতার হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।
অপরদিকে, ভারতেও কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এক দিনে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন এবং মৃত ৩৩৯ জনের।
ডায়ালসিলেট/এম/এ/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech