ডায়ালসিলেট ডেস্ক :: আবহাওয়া ভালো হওয়ায় চার দিন পর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সঙ্গে সারা দেশে নৌ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘাট থেকে একটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
জানা গেছে, হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল এবং হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট (মাইজদী) সি-ট্রাক চলাচল করবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় গত রোববার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া ভালো হওয়ার কারণে বৃহস্পতিবার থেকে আবারও নৌ চলাচল শুরু হয়েছে।
ডায়ালসিলেট/এম/এ/