সিলেটে বন্ধ মর্ডানার দ্বিতীয় ডোজ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

সিলেটে বন্ধ মর্ডানার দ্বিতীয় ডোজ

ডায়ালসিলেট ডেস্ক::সিলেট সিটি করপোরেশনের দুই টিকাকেন্দ্রে বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে মডার্নার দ্বিতীয় ডোজ টিকাদান বন্ধ থাকবে। এখনও যারা টিকা দিতে পারেননি তাদেরকে নগর ভবনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘গত ১৩ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত কোভিড-১৯ এর মর্ডানার ১ম ডোজ টিকা এবং ২১ সেপ্টেম্বর মর্ডানার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। অনেকে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য ক্ষুদে বার্তা পেলেও নির্ধারিত সময়ে টিকা নেননি।’

এ অবস্থায় প্রয়োজনীয় কাগজপত্রসহ নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে বা হেল্পডেস্কে যোগাযোগ করতে পারেন।

প্রসঙ্গত, সিলেট নগরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও সিলেট পুলিশ লাইনস হাসপাতালে নিয়মিত টিকা দেওয়া হয়। এই দুই কেন্দ্রে আগামীকাল বুধবার থেকে মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা প্রদান বন্ধ থাকবে।

সিসিক জানিয়েছে, এখন পর্যন্ত সিলেট নগরে কোভিশিল্ড, মর্ডানা ও সিনোফার্ম টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯ শত ৩৯ জন এবং ২য় ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৮২ ১ শত ৩৫ জন।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ