প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয় তুলে ধরেছেন বলে জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার । তিনি বলেন, শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছে।
শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের ট্রেনিং কেন্দ্র, টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মিলার বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে এগিয়ে আছে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো.মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।
ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া জানান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আমাদের হাসপাতালের কোভিড-১৯ কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করে হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করেন।
এরপর কুমিল্লার লাকসামে অবস্থিত নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শনে যান তারা। এর আগে আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জুর কুমিল্লার বাসায় যান। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন ও কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সূত্র জানায়, এ সময় কুমিল্লার উন্নয়নে ইউএসএআইডি কী কী ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে জানতে চাওয়া হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, কুমিল্লার ঐতিহ্য খাদি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আমরা কথা বলেছি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech