বিনোদন ডেস্ক::বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন গত জুলাই মাসে। দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট রাখার কথা বলেছিলেন আমির খান এবং কিরণ রাও। নিজেদের সেই কথাই যেন বেদবাক্যের মতো পালন করছেন তারা। গতকাল ছেলে আজাদ রাও খানকে নিয়ে মধ্যাহ্নভোজে যান আমির এবং কিরণ। মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে একসঙ্গে দেখা গেল তাদের। আমির পরেছিলেন নীল রঙের গোল গলার একটি টি শার্ট। কিরণ বেছে নিয়েছিলেন চেক ব্লাউজ এবং তার সঙ্গে মানানসই কালো প্যান্ট। বিচ্ছেদ হলেও তাদের আচরণে কোনও পার্থক্য লক্ষ করা যায়নি।

একে অপরের সঙ্গে বেশ সহজ ভাবেই হেসেই কথা বলছিলেন তারা।

এছাড়া বিচ্ছেদের ঘোষণার পরও একসঙ্গে ‘লাল সিং চড্ডা’-র কাজ শেষ করেছেন তারা। আমিরের সঙ্গেই সেই জন্য লাদাখে উড়ে গিয়েছিলেন কিরণ। হাসি মুখে লেন্সবন্দিও হয়েছিলেন দু’জন। দিন কয়েক আগেই আবার বান্দ্রায় আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বিবাহ-অনুষ্ঠানে জুটি বেঁধে পৌঁছেছিলেন তাঁরা। শোনা গিয়েছে, দু’জনকে একসঙ্গে দেখে সেখানে অবাক হয়েছিলেন অনেকেই।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *