৫৭৪৭ পিস ইয়াবাসহ ৫৬ মাদকসেবী গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

৫৭৪৭ পিস ইয়াবাসহ ৫৬ মাদকসেবী গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক::বিপুল গাঁজা ও ইয়াবাসহ ৫৬ মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।

ডিএমপি মঙ্গলবার জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ৭৪৭ পিস ইয়াবা, ৮৭৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৭৮ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।
ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ