ফোনে আড়িপাতা বন্ধের রিট খারিজ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

ফোনে আড়িপাতা বন্ধের রিট খারিজ

ডায়ালসিলেট ডেস্ক::ফোনে আড়িপাতা বন্ধে এবং ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে ১০ই আগস্ট আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে নির্দেশনা চাওয়া হয় আড়িপাতা প্রতিরোধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলো তদন্তের। ১০ জন আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট করেন।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ