প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১
স্পোর্টস ডেস্ক;;নতুন পরিবেশ নাকি সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার অভাব? সে যাই হোক, গত ৩০শে আগস্ট অভিষেক হলেও পিএসজির জার্সিতে গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। লা প্যারিসিয়ানদের হয়ে ৪টি ম্যাচ খেলার পর আবার চোটে কবলে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। যেকারণে পিএসজির হয়ে মেসির গোল উদযাপন দেখতে আরও অপেক্ষা বাড়ে ভক্তদের। অবশেষে উয়েফা চ্যাম্পিয়নস লীগের মহারণে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, প্রথম গোলের স্বাদ পেলেন লিওনেল মেসি। আর ২-০ গোলের জয়ে ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ইউসিএলের ম্যাচে হারালো পিএসজি।
এর আগে কখনোই চ্যাম্পিয়নস লীগের ম্যাচে সিটিজেনদের হারাতে পারেনি পিএসজি। আগের পাঁচ লড়াই সিটির জয় তিন ম্যাচে, ড্র দুটি। গত আসরের সেমিফাইনালেও পেপ গার্দিওলার শিষ্যদের কাছে হেরে বিদায় নিয়েছিলো পচেত্তিনোর দল।
মঙ্গলবার রাতে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে লিওনেল মেসির আগে প্রথমার্ধে ইদ্রিসা গুয়ের গোলে লিড নেয় পিএসজি। তবে বল দখল কিংবা আক্রমণ- উভয়ক্ষেত্রেই এগিয়ে ছিল ম্যান সিটি। গোটা ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে পিএসজির গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় সফরকারীরা, যার লক্ষ্যে ছিল ৭টি। অপরদিকে ৪৫ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের ৩টি লক্ষ্যে রাখে পিএসজি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। অষ্টম মিনিটে ডান দিক থেকে ওঠা আক্রমণে আশরাফ হাকিমির পাস ধরে বাইলাইন থেকে কাটব্যাক করেন কিলিয়ান এমবাপ্পে। ফাঁকায় বলে ঠিকমতো পা লাগাতে পারেননি নেইমার, ক্লিয়ার করতে ব্যর্থ হলেন রিয়াদ মাহরেজ। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে বিনা বাধায় জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইদ্রিসা গুয়ে।
২৬তম মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় পিএসজি। কেভিন ডি ব্রুইনার ক্রসে রাহিম স্টার্লিংয়ের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর ফিরতি বলে বার্নার্দো সিলভার প্রচেষ্টাও ক্রসবারে লেগে ফেরত আসে।
৩৮তম মিনিটে বাঁদিক দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠা এমবাপ্পে ডি-বক্সের বাইরে থাকা অ্যান্ডর হেরেরাকে পাস দেন। স্প্যানিশ মিডফিল্ডারের জোরালো শট লাফিয়ে প্রতিহত করেন সিটি গোলরক্ষক এডেরসন। এক মিনিটের ব্যবধানে আরও একটি সুযোগ নষ্ট হয় পিএসজির। এমবাপ্পের গোলমুখে বাড়ানো বলে অল্পের জন্য পা ছোঁয়াতে ব্যর্থ হন মার্কিনিওস।
৪৩তম মিনিটে সিটি মিডফিল্ডার ডি ব্রুইনার ক্রসে রুবেন দিয়াসের হেড ঝাঁপিয়ে প্রতিহত করেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।
বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় সিটিজেনরা। ৫৪তম মিনিটে ডি ব্রুইনার কাছ থেকে নেয়া শট দোন্নারুম্মার পায়ে লেগে ফিরে আসে।
৬৪তম মিনিটে মাঝ মাঠের ডান প্রান্ত থেকে আশরাফি হাকিমি খুঁজে নেন নেইমারকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার প্রতিপক্ষের দু’জনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন। তবে নেইমারকে বল লক্ষ্যে রাখতে দেননি সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার।
৭৪তম মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান ২-০ করেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের অভিমুখে গিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পেকে পাস দেন মেসি। ফরাসি তারকার ব্যাকপাস পেয়ে কোণাকুণি শটে পিএসজির জার্সিতে নিজের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার। চ্যাম্পিয়নস লীগে এটি তার ১২১তম গোল।
যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ আসে ম্যান সিটির। রিয়াদ মাহরেজের ফ্রি-কিক শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন দোন্নারুম্মা।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে লাইপজিগকে ৬-৩ গোলে বিধ্বস্ত করে ইউসিএল মিশন শুরু করেছিল সিটি। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা পিএসজি দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
১ জয় এবং ১ হারে তিনে নেমে গেছে ম্যান সিটি। দিনের আরেক ম্যাচে লাইপজিগকে ২-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ক্লাব ব্রুজ।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech