ডায়ালসিলেট ডেস্ক::ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনের সন্নিকটে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনে ছুরি দিয়ে ঢিল দিয়েছে এক দুর্বৃত্ত। এতে জসীম উদ্দিন (৪০) এক হকার আহত হয়েছেন। মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে ট্রেনের এক যাত্রী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবিরতি শেষে তিতাস কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে আসে। মিনিট বিশেক পর ট্রেনটি পরবর্তী যাত্রাবিরতি পাঘাচং স্টেশনে ঢোকার পথে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে পেছনের দিকের ২ নম্বর বগি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা হকার জসিম আহত হন। তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি দু:খজনক। আমরা অপরাধীকে ধরতে এলাকায় পুলিশ পাঠিয়েছি।এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *