ডায়ালসিলেট ডেস্ক::সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত আহম্মেদ সবুজকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মূলিবাড়ি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে ডিবি পুলিশের এস,আই খোকন চন্দ্র সরকার জানান। সবুজ (৩৪) শহরের সয়াগোবিন্দ মহল্লার (ভাঙ্গাবাড়ি) মৃত শাহজাহান আলীর ছেলে।
গোয়েন্দা শাখার সেকেন্ড অফিসার খোকন সরকার বলেন, সবুজকে আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড উদ্ধার করা হয়। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও ৮টি মামলা বিচারাধীন মামলা রয়েছে।
অপরদিকে সিরাজগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তার বিরুদ্ধে ২টি হত্যাসহ পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে।
ডায়ালসিলেট এম/