প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::ঐতিহাসিক সফরে বাহরাইন গেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। গত বছর দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের পর এটিই বাহরাইনে ইসরাইলের সর্বোচ্চ পর্যায়ের সফর। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সে দেশ সফরে যাচ্ছেন লাপিদ। দেশটির মানামায় ইসরাইলের দূতাবাস উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে। এটিই বাহরাইনে কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সফর।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শুরু করে আরব প্রতিবেশী দেশগুলো। এরই ধারায় সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইনের সঙ্গে সম্পর্কের নতুন যাত্রা শুরু করে ইসরাইল। এর আগে থেকেই মিশর, জর্ডান ও তুরস্কের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে ভাল সম্পর্ক ছিল ইসরাইলের।এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদ জানাতে দেখা গেছে বাহরাইনের কিছু মানুষকে। তারা টায়ার পুড়িয়ে ধোয়া সৃষ্টি করেন এবং ইসরাইল বিদ্বেষী স্লোগান দেন। এছাড়া অনলাইনেও ইসরাইলবিরোধী হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেককে। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বাহরাইন সরকার। তাছাড়া রাস্তায় ইসরাইলি কোনো পতাকাও চোখে পড়েনি।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech