প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১
ডায়ালসিলেট ::সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই এক হাজতি বৃদ্ধের মৃত্যু হয়েছে। ‘বুকে ব্যথা’র পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা গেছেন।
গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মো. জইন উদ্দিন (৮০) সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তার হাজতি নং ছিল ৭১৪৮/২১।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বলেন, ‘বয়োবৃদ্ধ মো. জইন উদ্দিনকে গত পরশুদিন কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে সম্ভবত জমি সংক্রান্ত কোনো ঘটনায় ৪২০ ধারায় মামলা ছিল।’
তিনি বলেন, ‘গতকাল বুধবার রাতে বুকে ব্যথার কথা জানান জইন উদ্দিন। আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech