প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১
বিনোদন ডেস্ক::শাপলা মিডিয়ার প্রযোজনায় আসিফ ইকবাল জুয়েল নির্মাণ করেছেন ‘চোখ’। ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল ১ অক্টোবর। বুবলী, রোশান ও নিরব অভিনীত ছবিটি ঢাকাসহ সারাদেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।
যে সব হলে ‘চোখ’-
‘ স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, ঢাকা), ব্লকবাস্টারস সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (ঢাকা), সেনা (ঢাকা), আনন্দ (ফার্মগেট), গীত (ধোলাইপার, ঢাকা), বিজিবি (পিলখানা, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়নগঞ্জ), পান্না (মুক্তারপুর), বর্ষা (জয়দেবপুর), সেনা (নবীনগর, সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), ঝংকার (পাঁচদোনা), নবীন (মানিকগঞ্জ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), নন্দিতা (সিলেট), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্দা (চট্টগ্রাম), মনিহার (যশোর), পূরবী (ময়মনসিংহ), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সংগীতা (খুলনা), লির্বাটি (খুলনা), মালঞ্চ (টাংগাইল), সত্যবর্তী (শেরপুর), চলন্তিকা (গোপালদী), পূর্বাশা (সান্তাহার), মাধবী (মধুপুর), রুনা (চালাকচর), রাজিয়া (নাগরপুর), মোহন (হবিগঞ্জ)।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech