স্পোর্টস ডেস্ক::আর মাত্র ১৫ দিন, এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের আগে সম্পূর্ণ বিশ্রামে থাকতে চান ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। যেকারণে মাঝপথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে বিদায় বললেন ইউনিভার্স বস।
আইপিএলের চতুর্দশ আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলেন গেইল। তবে চেনা ছন্দে ছিলেন না ব্যাট হাতে। গেইলের এমন ফর্মহীনতা বর্তমান চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজের জন্য উদ্বেগেরই।
মূলত দীর্ঘ সময় ধরে বায়ো-বাবলে থাকায় বিরক্ত হয়ে গিয়েছেন গেইল। ফর্ম পুনরুদ্ধারের জন্য বিশ্রামকেই একমাত্র উপায় ভাবছেন তিনি। এ প্রসঙ্গে গেইল বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) ও আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। আমি নিজেকে মানসিকভাবে চাঙ্গা করতে চাই
আমি চাই ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাহায্য করতে মনোযোগী হতে চাই।’
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগেই বিরতি নেয়ার সিদ্ধান্ত নেন গেইল। এছাড়াও পাঞ্জাবের দুটি ম্যাচ বাকি রয়েছে। দলের তরফ থেকে টুইট করে গেইলের দল ছাড়ার কথা জানানো হয়।
১১ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে পাঞ্জাব। প্লে অফে পৌঁছাতে দলটিকে করতে হবে কঠিন লড়াই। এমন অবস্থায়ও গেইলকে বাঁধা দিচ্ছে না তার দল পাঞ্জাব কিংস। দলটির কোচ অনিল কুম্বলে বলেন, ‘আমি ওর বিপক্ষে খেলেছি, কোচিংও করিয়েছি। গেইল পেশাদার একজন ক্রিকেটার। সে দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নিজেকে বিরতি দিতে চায়। দল (পাঞ্জাব) তার সিদ্ধান্তকে সম্মান করে।’
পাঞ্জাব কিংসের কৃতজ্ঞতা জ্ঞাপন করে গেইল বলেন, ‘একটিচ বিরতি নিতে চাচ্ছি। আমাকে সুযোগ দেয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। স্কোয়াডের জন্য আমার শুভকামনা ও প্রত্যাশা সবসময় থাকবে। সামনের ম্যাচগুলোর জন্য শুভ কামনা।’
আগামী ২৩শে অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার যাত্রা শুরু করবে গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ।
ডায়ালসিলেট এম/