আন্তর্জাতিক ডেস্ক::দেশের উত্তরাঞ্চলে বড় সামরিক মহড়া শুরু করেছে ইরানি সেনাবাহিনী। এর নাম দেয়া হয়েছে ‘খায়বার বিজয়ী’। মহড়ায় শুক্রবার সাঁজোয়া যান, ড্রোন ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়েছে। এ খবর দিয়েছে দেশটির টিভি চ্যানেল প্রেস টিভি। খবরে জানানো হয়, মহড়ায় ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে সহায়তা দিচ্ছে বহুসংখ্যক কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও গানশিপ। মহড়ার উদ্বোধন করেন ইরানি সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রতিনিধি। মহড়ার শুরুতে কয়েকটি ড্রোন কল্পিত শত্রুর জোনে নজরদারি ও গোয়েন্দা অভিযান চালায়। আকাশ থেকে শত্রুপক্ষের ছবি তুলে কমান্ড সেন্টারে পাঠায়। এরপরই র‌্যাপিড রিঅ্যাকশন ব্রিগেড ও ইরানের বিমান বাহিনীর হেলিকপ্টার হামলা চালায়। তারপর চলে গোলন্দাজ বাহিনীর লাগাতার গোলাবর্ষণ।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *