‘মুহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে ছিলেন বলেই স্বার্থান্বেষীরা তাকে হত্যা করেছে’

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২১

‘মুহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে ছিলেন বলেই স্বার্থান্বেষীরা তাকে হত্যা করেছে’

ডায়ালসিলেট ডেস্ক::মুহিবুল্লাহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে ছিলেন বলেই কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্য করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আজ এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারের কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, গত বুধবার এশার নামাজের পর রাত সাড়ে আটটার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজের অফিসে রোহিঙ্গা বন্দুকধারীদের গুলিতে নিহত হন আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ