সাকিব যদি কিউই হতেন…

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

সাকিব যদি কিউই হতেন…

স্পোর্টস ডেস্ক;:আইপিএলে শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬৫ রান করেও হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। পাঞ্জাব কিংস তাদেরকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। এই ম্যাচে কেকেআর জিততে পারলে প্লে-অফ খেলার দিকে নিশ্চিতভাবে এগিয়ে থাকতে পারতো।

কিন্তু সে সম্ভাবনা টিকে থাকলেও পথটা কঠিন করে ফেলেছে কেকেআর, পাঞ্জাবের কাছে হেরে। ১৬৫ রান করার পরও কেন হারলো শাহরুখ খানের দল? বোলারদের ব্যর্থতা। প্রতিটি বোলারের ইকনোমি রেট ৭-৮ করে।

আইপিএলের আরব আমিরাত পর্বে এরই মধ্যে ৫টি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এর মধ্যে ৩টি জিতেছে, ২টিতে হেরেছে। এই ৫ ম্যাচের একটিতেও খেলানো হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

শুক্রবার রাতে পাঞ্জাবের হারের পর কেকেআরকে খোঁচা দিয়ে টুইট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। তিনি টুইট করে লিখেন, ‘সাকিব যদি একজন কিউই হতেন…’ #আইপিএল২০২১‘।

ডায়ালসিলেট এম/

0Shares