মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদকপাচার রোধে গুলি চালাবো: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদকপাচার রোধে গুলি চালাবো: পররাষ্ট্রমন্ত্রী

ডায়ালসিলেট ডেস্ক;:মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি মঙ্গলবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের প্রদান করা এম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন- রোহিঙ্গাদের নিয়ে কিছু এনজিও ও কুচক্রী মহল ব্যবসা করছে। তারা রোহিঙ্গাদের মিয়ানমার যেতে বাঁধা দিচ্ছে। কারণ- রোহিঙ্গা রাখাইনে চলে গেলে ওই সব কুচক্রী মহলের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ চাইছিলেন সবাইকে রাখাইনে নিয়ে যেতে। কিন্তু তাকেও ওই ষড়যন্ত্রকারীরা হত্যা করে ফেলেছে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ