দুর্নীতির মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

দুর্নীতির মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

ডায়ালসিলেট ডেস্ক::দুর্নীতির মামলায় কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপের জামিন নামঞ্জুর করেন।

গত ১লা সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তবে প্রদীপ গ্রেপ্তারের পরে থেকেই পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১শে জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত বছরের ৬ই আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। এ মামলার আসামি প্রদীপসহ ১৫ জন।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ