বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ডায়ালসিলেট ডেস্ক:;নেপালের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ খাদকা বলেছেন বাংলাদেশের সাথে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, “আমাদের দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক পর্যায়ে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।”

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দেয়ার পর আবদুল মোমেন তাকে শুভেচ্ছাবার্তা পাঠানোয় তিনি তাকে ধন্যবাদ জানান। তিনি ‘মনোরম’ বাংলাদেশ ভ্রমণের জন্য তাকে আমন্ত্রণ জানানোয় আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গেলো মাসেই নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নারায়ণ খাদকা।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ