প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
বিনোদন ডেস্ক::এনসিবির হেফাজতে দিন কাটছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। এনসিবি সূত্রের খবর, জেরার সময়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। সোমবার জামিনের আবেদন খারিজ হয়েছে তার। আজ জামিন পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ তদন্তের স্বার্থে তাকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আর্জি জানাতে পারে এনসিবি। এমন সময়ে ২৩ বছরের তারকা সন্তানের মনোবল ফিরিয়ে আনার জন্য কলম ধরলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। লিখলেন খোলা চিঠি। হৃতিকের মতে, এই কঠিন ঘটনাগুলো আরিয়ানকে বড় হয়ে উঠতে সাহায্য করবে। ইস্পাতের মতো দৃঢ় করে তুলবে। তাই তিনি লিখলেন, প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই, উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাদের মনের জোর প্রচুর, কেবল তাদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভিতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুরে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলোর মধ্যে কোনটা রাখবে, কোনটা ফেলবে, তা তোমার সিদ্ধান্ত। আরিয়ানের বড় হয়ে ওঠার যাত্রার সাক্ষী ছিলেন হৃতিক। সে কথা উল্লেখ করে অভিনেতা লিখলেন, জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলোই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ্য করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালোবাসি আরিয়ান। এই লেখার সঙ্গে আরিয়ানের একটি ছবিও দিয়েছেন হৃতিক।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech