প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজার এ উৎসবকে ঘিরে নগরীতে জমে উঠেছে পূজার বাজার। করোনাকালের তুলনায় বেচাকেনা অনেকটাই বেড়েছে। শপিংমল গুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। শুক্র বার সরকারি ছুটির দিনে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়।
সরেজমিনে সিলেট নগরীর মহাজনপট্টি, শুকরিয়া মার্কেট, মিতালি ম্যানশন, মধুবন সুপার মার্কেট, ব্লু ওয়াটার শপিং সিটি, হাসান মার্কেট ও নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের শোরুমগুলোতে ঘুরে দেখা যায়, কেনাকাটার ভিড়। দুপুরের পর থেকেই বাহারি বর্ণিল কাপড়ের খোঁজে এসব বিপণিবিতানে আসছেন ক্রেতারা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বেড়েছে।
এছাড়াও কাপড় ও জুতার দোকানগুলোতে বিপুলসংখ্যক ক্রেতার উপস্থিতি দেখা যায়। অনেকেই পরিবারের সবাইকে নিয়ে দলবেধে পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী সামগ্রী কিনতে ব্যস্ত সময় অতিবাহিত করেন।
জানা যায়, গত বছর করোনার কারণে দুর্গাপূজায় ছিল না উৎসবের আমেজ। তাই ব্যবসায়ীদের লোকসানে পড়তে হয়েছে। তবে এ বছর করোনা মহামারি শিথিল হওয়ায় যেমন বেড়েছে উৎসবের আমেজ, তেমনি ভিড় বেড়েছে শপিং মল ও বিপণিবিতানগুলোতে। তাই এবার ব্যবসায়ীরা লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ারও স্বপ্ন দেখছেন।
বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের পূজাতে দেশীয় কাপড়ের ওপরই আস্থা রাখছেন তাঁরা। শাড়ি ও পাঞ্জাবির দিকেই ক্রেতাদের ঝোঁক বেশি। তাই রেডি-আনরেডি থ্রি পিসের চেয়ে শাড়ি ও পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেশি। বিশেষ করে শাড়ির জন্য খ্যাত নগরীর মহাজনপট্টি এলাকার বিপণিবিতানগুলোতে নারীদের ভিড় ছিল লক্ষণীয়।
নগরীর মহাজনপট্টিতে শাড়ি কিনতে আসা মিষ্টু ধর বলেন, ‘করোনার প্রকোপ কমাতে এবার মনে হয় দুর্গাপূজা তার পুরোনো জৌলুশ ফিরে পাবে। তাই কেনাকাটা করতে বের হয়েছি। এই পূজাতে নারীদের প্রধান পছন্দ থাকে শাড়ি। তাই আগে শাড়ি কিনতে এসেছি। জামদানি বা কাতানের মধ্যে শাড়ি নেব। পরে সিম্পল কোনো একটা থ্রিপিস নেব।’
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech