ডায়ালসিলেট ডেস্ক::বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে ১০ জন ক্রু জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রাত একটার দিকে বিসিজি আউটপোস্ট দুবলার চর কর্তৃক সুন্দরবনের জেফোর্ড পয়েন্ট হতে ডুবে যাওয়া ‘এম ভি বিউটি অব লোহাগড়া-২’ লাইটার জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। আজ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাইটার জাহাজটি গত ০৮ই অক্টোবর বিকালে ফেয়ারওয়ে বয় পাথর বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে আনুমানিক রাত ১০টায় জেফোর্ড পয়েন্ট থেকে ০২ নটিকাল মাইল দূরে জাহাজটির তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করলে তারা কোস্ট গার্ডকে জানায়। ওই সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট দুবলার চরের সদস্যগণ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজটির ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের দুবলার চরে নিয়ে আসা হয় এবং তাদেরকে খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অতঃপর উদ্ধারকৃত ক্রুদের তাদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *