ডায়ালসিলেট ডেস্ক::নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা। আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৮নং ক্লাস্টারের মৃত মো. ইসলামের ছেলে মো. রফিক (২৭) এবং ২৪নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম (২০)। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ২৪নং ক্লাস্টার থেকে ১ জন এবং ৮নং ক্লাস্টার থেকে অপরজনকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম-নোয়াখালী পাচার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রদক্ষেপ নেয়া হবে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *