ডায়ালসিলেট ::সিলেটে মৃত্যুহীন দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ‌১২ জন। আর সুস্থ হয়েছেন ১১জন। শনিবার (৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১২ জনের মধ্যে ৯ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ, হবিঞ্জ ও মৌলভীবাজার জেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এনিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৭০১ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪০ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১২৪ জন রয়েছেন।

একই সময়ে সিলেটে ১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। আরও একজন মৌলভীবাজার জেলার।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৯৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *