পর্তুগালের বড় জয়ে রোনালদোর ১১২

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

পর্তুগালের বড় জয়ে রোনালদোর ১১২

স্পোর্টস ডেস্ক;:আলী দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ভেঙেছেন আগেই। হয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এখন জাতীয় দলের হয়ে গোল করা মানেই নিজের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করা। আর সেই কাজটা খুব ভালোভাবেই করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই ম্যাচ পর জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। সে ম্যাচে একটি গোল করায় রোনালদোর গোল সংখ্যা এখন ১১২। এছাড়া গোল পেয়েছেন সিআরসেভেনের দুই সতীর্থ হোসে ফন্তে, আন্দ্রে সিলভা। শনিবার রাতে আলগারভে স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে পর্তুগাল। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২৬টি শট নেয় ফার্নান্দো সান্তোসের দল। যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অপরদিকে মাত্র ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় পর্তুগাল। তবে রোনালদোর থ্রু বল ধরে এগিয়ে যাওয়া জোয়াও মারিওকে এগিয়ে এসে ঠেকিয়ে দেন কাতার গোলরক্ষক সাদ আল শিব। ১৬তম মিনিটে আরও একবার কাতারকে বাঁচান গোলরক্ষক সাদ। এসময় কয়েক জনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে শট নেন গনসালো গেদেস। এগিয়ে এসে কর্নারের বিনিময়ে বল প্রতিহত করেন সাদ। ৩৫তম মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। দিয়োগো দালোতের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন কাতারের ডিফেন্ডার তারেক সালমান। ডি-বক্সে বল পেয়ে যান রোনালদো। তবে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন পাঁচবারের বর্ষসেরা। তবে দুই মিনিটের ব্যবধানে আক্ষেপ ঘোচান রোনালদো। ৩৭ তম মিনিটে গোল করে দলকে এনে দেন লিড। বাইলাইনের কাছ থেকে দালোতের হেড ক্লিয়ার করতে ব্যর্থ হন সালমান। ছয় গজ বক্সে বল পেয়ে সহজেই জালে পাঠান অরক্ষিত রোনালদো। বিরতি থেকে ফিরে দুটি পরিবর্তন করেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোর বদলি নামেন রাফায়েল লিয়াও। নুনো মেন্দেসের জায়গায় নেলসন সেমেদো। ৪৮তম মিনিটে হোসে ফন্তের গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। মারিওর ফ্রি কিকে দানিলো পেরেইরার হেড গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে জাল খুঁজে নেন লিল ডিফেন্ডার ফন্তে। ৬৮তম মিনিটে অল্পের জন্য স্কোরশিটে নাম তুলতে পারেননি দালোত। এসময় তার শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়। পাঁচ মিনিট পর সিলভার প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। অন্তিম মুহূর্তে স্কোরলাইন ৩-০ করেন আন্দ্রে সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন লাইপজিগের এই ফরোয়ার্ড। গত ৪ঠা সেপ্টেম্বর আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়েছিল পর্তুগাল।

ডায়ালসিলেট এম/

0Shares