প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::মালয়েশিয়াজুড়ে প্রতি ঘন্টায় গড়ে ৫টি তালাকের আবেদন জমা পড়ে। প্রধানমন্ত্রীর আইন বিভাগের উপমন্ত্রী এরমেয়াতি সামসুদিন এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, অমুসলিম দম্পতিদের পক্ষ থেকে গড়ে একদিনে ১৮টি বিচ্ছেদের আবেদন জমা পড়ে। অন্যদিকে ১২১ মুসলিম দম্পতি গড়ে প্রতিদিন একই আবেদন করেন। সব মিলে পুরো মালয়েশিয়ায় প্রতি ঘন্টায় গড়ে ৫টি তালাকের আবেদন জমা পড়ে। মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকায়েতে এমপি নূর আমিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলছিলেন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এরমেয়াতি সামসুদিন আরো বলেন, এই যে আমরা যখন এই আলোচনা করছি, এই সময়ে কোন না কোনো দম্পতি তালাক চেয়ে আবেদন করেছেন। তিনি প্রশ্ন রাখেন- এটা কি খুব উদ্বেগের ব্যাপার না? এর আগে তিনি পার্লামেন্টকে জানান ২০২০ সালের মার্চ থেকে এ বছর আগস্ট পর্যন্ত অমুসলিম এবং মুসলিম মিলে কমপক্ষে ৭৬ হাজার বিচ্ছেদের আবেদন করেছেন। এর মধ্যে অমুসলিম দম্পতির আবেদন ১০ হাজার ৩৪৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেলাঙ্গর থেকে। সেখানে এই সংখ্যা ৩১৬০। এরপরেই কুয়ালালামপুর রয়েছে। সেখানে এই সংখ্যা ২৮৯৩। ধারাবাহিকতার হিসাবে এর পরে অবস্থান পেরাকের। সেখানে এ আবেদনের সংখ্যা ১২০৯। এরমেয়াতি সামসুদিন বলেন, ওই সময়ে মুসলিম দম্পতিদের কাছ থেকে জমা পড়েছে ৬৬ হাজার ৪৪০টি আবেদন। এক্ষেত্রেও শীর্ষে রয়েছে সেলাঙ্গর। সেখানে এ সংখ্যা ১২ হাজার ৪৭৯। তারপরে জোহর (৭৫৫৮) এবং কেদাহ (৫৯৮৫)। তিনি আরো বলেন, যে পরিমাণ বিচ্ছেদের আবেদন জমা পড়েছে সেই সংখ্যা উল্লেখ করেছি। এর অর্থ এই নয় যে, প্রতিটি বিয়েতে বিচ্ছেদ ঘটেছে। এসব আবেদন দেখাশোনা করে সংশ্লিষ্ট আদালত। তবে যেভাবে বিচ্ছেদ চেয়ে আদালতে যাওয়া দম্পতির সংখ্যা বাড়ছে, তাতে অবশ্যই আমরা অসন্তুষ্ট। এক্ষেত্রে ঐতিহাসিক কোনো পদক্ষেপ নেয়া উচিত।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech