ডায়ালসিলেট ডেস্ক::সিলেটে করোনাভাইরাসে আরেকটি মৃত্যুহীন দিন পার হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় এ বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। নতুন রোগী শনাক্তও মাত্র ৯ জন। আর বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা মাত্র ২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই ১১৬৯ জনই আছে।

এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন। টানা তিনদিন মৃত্যুহীন থাকার পর গত রোববার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একজন মারা গিয়েছিলেন সিলেটে। এরপর আটচল্লিশ ঘন্টা ধরে মৃত্যুহীন সিলেট।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ জন, মৌলভীবাজারে ৫ জন রয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি।

৮৯১ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.০১। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭২৮ জন।

এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৩১ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭১২ জন। সুনামগঞ্জের ৬২৪৩ জন, মৌলভীবাজারের ৮১৩১ জন ও হবিগঞ্জের ৬৬৪২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৫৪১ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ২৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাড়ে তিনশ শয্যার করোনা ইউনিটে ভর্তি থাকা পজিটিভ রোগী মাত্র ৪ জন। এ ইউনিটের আইসিইউতে কোনো রোগী ভর্তি নেই।

ডায়ালসিলেট এম/
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *