প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::ক’দিন থেকেই অসহ্য গরম আর তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেল সিলেট। এক পশলা বৃষ্টিতে ভিজলো নগরী। তবে এ বৃষ্টিকে নগরবাসী বুঝে উঠার আগেই শেষ হয়ে যায়। ঠিক মতো মাটিও ভেজেনি। তারপরও এই এক পশলা বৃষ্টিই নগরবাসীর মনে কিছুটা প্রশান্তি দিয়ে গেছে।
আজ সোমবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেটে এক পশলা বৃষ্টি হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্থি নামে।
এর আগে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে পুড়েন নগরবাসী। সিলেটে অক্টোবর মাসের তাপমাত্রা গত ৪৫ বছরের রেকর্ড ভাঙে। গত ১১ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি গত ৪৫ বছরের মধ্যে অক্টোবর মাসের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল।
সবশেষ ২০১৪ সালের অক্টোবর মাসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটিই ছিল গত কয়েকবছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি রেকর্ড হওয়া তাপমাত্রা। এমন অস্বস্থিকর অবস্থায় সিলেটের মানুষ প্রতিক্ষায় ছিল বৃষ্টির।
অবশেষে সোমবার বিকেলে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন নগরবাসী।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech