প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::এমপি হাবিবের আশ্বাসে দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ সুরমা চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ তোলে নিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। অবরোধ চলাকালে সিলেট ৩ আসনের সংসদ সদস্য উপস্থিত হয়ে শিগগির আসামীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে তারা অবরোধ তোলে নেন।
এরআগে, শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে মহাসড়ক অবরোধ করা হয়। এসময় রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধের ঘন্টা খানেকের মধ্যে ঘটনাস্থলে আসেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এসময় দক্ষিণ সুরমা থানার ওসিও উপস্থিত ছিলেন। পরে এমপি হাবিব বলেন, ওসি বলেছেন- খুব শিগগিরই আসামীদের গ্রেপ্তার করা হবে। যদি আসামীদের গ্রেপ্তার করা নায়- তাহলে আমি তোমাদের সাথে নিয়ে আন্দোলনে নামবো। এ কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এসময় প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মো.সোহেল রেজা পিপিএম (দক্ষিণ-বিভাগ) তিনি বলেন, আমরা যতাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। র্যাব, গোয়েন্দা পুলিশসহ আমাদের পুলিশের সকল টিম কাজ করছে। যে খুন হয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না তবে কথা দিচ্ছি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এসময় সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করলেও তাদের একটাই দাবি- রাহাত হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, রাহাত মরলো কেন প্রশাসন জবাব দে’, ঘাতকরা কেন গ্রেপ্তার হয়নি প্রশাসন জবাব দে’ এমন স্লোগান দিতে থাকেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech