নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি প্রত্যাখান করে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর তেলিহাওর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় পরে নগরীর চৌহাট্টা পয়েন্টে এসে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে ।
এর আগে গতকাল বুধবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বিশার মিছিল বের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা শোডাউন করেছে বিদ্রোহীরা নেতাকর্মীরা। তাদের দাবি নতুন নেতৃত্ব প্রত্যাখান ও ত্যাগী-পরীক্ষিতদের দিয়ে কমিটি ঘোষণার দাবি, এবং মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ‘ধর্ষকদের মদদদাতা ছাত্রলীগের সভাপতি, মানি না-মানব না’, ছাত্রলীগ বাঁচাও, অছাত্র হঠাও, ১ কোটি ২০ লাখ টাকায় সিলেট ছাত্রলীগ খুন’ স্লোগানে মিছিল করে ছাত্রলীগ নেতার্কমীরা।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখান করে লাগাতার নানা কর্মসূচি পালন করে।