স্পোর্টস ডেস্ক:;দু’বছর আগেও দলটির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিল মাত্র তিনজন। ২০১৯ সালের এপ্রিলে আইসিসি কর্তৃক ওয়ানডের স্বীকৃতি পাওয়া দলটির নেই কোনো নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে সেই নামিবিয়াই করছে বাজিমাত। বাছাইপর্বের প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে সুপার টুয়েলভে জায়গা করে নেয় দলটি। আর দুর্দান্ত জয়ে শুরু করে মূলপর্বের যাত্রা। এবার আফগানিস্তানের মোকাবিলায় নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘চমক’ নামিবিয়া। আজ বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পরে ঘুরে দাঁড়ায় নামিবিয়া।নেদারল্যান্ডসকে হারায় ৬ উইকেটে আর আয়ারল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে সুপার টুয়েলভের টিকিট। মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে সহজেই হারায় নামিবিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি স্কটিশরা। জবাবে ৫ বল বাকি থাকতেই জয় বন্দরে পৌঁছায় দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দলটি। এবার শক্তিশালী আফগানিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সুপার টুয়েলভে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার সুপার টুয়েলভে বড় দলগুলোকে চমকে দিতে চাই। আফগানিস্তান শক্তিশালী দল, তাদেরকে হারানো কঠিন তবে নিজেদের সেরাটা খেলতে পারলে অসম্ভব নয়।’ স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি মোহাম্মদ নবীরা। হেরে যায় ৫ উইকেটে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘নিজেদের ভুলে পাকিস্তানের কাছে হারতে হয়েছে আমাদের। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া আমরা।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বেশ সফল দল নামিবিয়া। ২৬ ম্যাচে ২১ জয় রয়েছে তাদের। তবে আফগানিস্তানের বিপক্ষে খেলা হয়নি কখনো।